বাংলা ভাইয়ের উত্থান ও পতনের পর জঙ্গি সংগঠন হিযবুত তাওহীদ নিষিদ্ধ হয়। কিন্তু থেমে নেই সংগঠনটির কার্যক্রম।
রাজশাহী গ্রেপ্তার হিযবুত তাহরীর সদস্যদের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রাজশাহী ও তার আশপাশের জেলাগুলোতেও তাদের নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা চালানো হচ্ছে। এরই মধ্যে চাঁপাইনবাবগঞ্জ এলাকায় তাদের নেটওয়ার্ক গড়ে তোলা হয়েছে। এই নেটওয়ার্কের মাধ্যমে সমাজের নিম্ন আয়ের উঠতি বয়সী কিশোর-কিশোরীদের টাকার বিনিময়ে সংগঠনে ভেড়ানো হচ্ছে। গত ৭/৮ মাস ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আশপাশে মতিহারের মেহেরচণ্ডি, বুধপাড়া, কাটাখালি, বিনোদপুরসহ বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ কাজে তারা মহিলাদেরও ব্যবহার করছে। মহিলারা বোরখা পরে পাড়া মহল্লায় বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সাংগঠনিক লিফলেট বিলি করে। এছাড়া নামমাত্র মূল্যে তারা জিহাদি বই বিক্রি করেছে। মাঝে মাঝেই এসব এলাকা থেকে র্যাব ও পুলিশের হাতে সাংগঠনিক লিফলেট, জিহাদি বই ও সিডিসহ এরা গ্রেপ্তার হয়।
এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার এম. ওবায়দুল্লা বলেন, ‘হিযবুত তাহরীর নামের কোনো সংগঠনকে এখনো নিষিদ্ধ করা হয়নি। তবে কিছু বিতর্কিত বই লিফলেট বহন করার কারণে কয়েক মাসে এ সংগঠনের বেশ কিছু সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। সেসব তথ্য খতিয়ে দেখা হচ্ছে। ’
সংগঠনটির কর্মকাণ্ডের ওপর পুলিশের নজর রয়েছে বলে জানান তিনি।