Emdadul Mia

ধর্ম মানবতা শেখায় এবং জঙ্গিবাদ উগ্রতা শেখায়

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, মহান মুক্তিযুদ্ধে সনাতন ধর্মাবলম্বীরা দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন। দেবী দুর্গা হচ্ছে দুর্গতীনাসিনী, দেবী দুর্গা অসুর নিধনের মাধ্যমে সমাজে শান্তি প্রতিষ্ঠা করেছেন। রাজনীতির অসুর জঙ্গি, সমাজের অসুর দুর্নীতিবাজ-লুটেরা। সমাজ ও রাজনীতির এই অসূরদের নিধন করতে হবে। ধর্ম মানবতা শেখায় এবং জঙ্গিবাদ উগ্রতা শেখায়।

রবিবার ২২ এপ্রিল সপ্মীতমতে ঢাকেশ্বরী মন্দিরে সনাতন ধর্মাম্বলীদের শুভেচ্ছা জানানোর সময় ইনু এসব কথা বলেন।

তিনি বলেন, ‘বাংলাদেশের উল্টো মত হচ্ছে— পাকিস্তানপন্থা। ধর্মনিরপেক্ষতার উল্টো মত হচ্ছে— সাম্প্রদায়িকতা এবং গণতন্ত্রের উল্টো মত সামরিকতন্ত্র। ভিন্ন মতের সঙ্গে সহাবস্থান, উল্টো মত অসুরের মত নিধন করতে হবে।’ তিনি বলেন, ‘মানবতা রক্ষা করতে দানব খতম করতে হয়, মানব-দানবের মিটমাট হয় না।’

এ সময় জাসদের সহ-সভাপতি সফি উদ্দিন মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল, দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, ঢাকা মহানগর দক্ষিণ জাসদের সভাপতি হাজী ইদ্রিস বেপারী ও সাধারণ সম্পাদক সোহেল আহমদ উপস্থিত ছিলেন।